সোমালিয়ার রাজধানী মোগাদিসুর অদূরে একটি চায়ের দোকানে বোমা বিস্ফোরণে ৬জন সরকারী সেনাসহ ৮ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ভিওএকে জানিয়েছে যে আত্মঘাতী বোমারু অথবা বিস্ফোরক সম্ভাবত আগে থেকেই কাছে কোথাও রাখা হয়েছিল। এই পন্থায় সোমালি সেনাদের ওপরে প্রায়ই আক্রমণ চালানো হয়।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ঐ ঘটনায় একজন উর্দ্ধোতন সামরিক কর্মকর্তা এবং তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছে। আক্রমণের কারন এখনও সুষ্পষ্ট নয় এবং এর দায়িত্ব কেউ স্বিকার করেনি।
রাজধানী মোগাদেসু এবং অন্যান্য প্রধান শহরগুলো থেকে জঙ্গীদল আল সাবাবকে হটিয়ে দেয় আফ্রিকী ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী। তবে সেখানে আল কাইদা সংশ্লিষ্ট অন্যান্য দলকে হুমকী হিসাবে ধরা হয়।