সারাদেশের ন্যায় বাংলাদেশর উত্তরের জেলাগুলোতেও নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।এই দিনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সব বয়সের মানুষ দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রতিজ্ঞা করেন।
দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন নানা কর্মসূচি পালন করে।দিন ব্যাপি আয়োজনের মধ্যে ছিলো শোভাযাত্রা, কেক কর্তন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা।