অ্যাকসেসিবিলিটি লিংক

বিমান দূর্ঘটনায় ওসামা বিন লাদেন পরিবারের কয়েকজনের প্রাণহানি


ব্রিটেনে সৌদি আরবের রাষ্ট্রদূত বলছেন যে গতকাল শুক্রবার লন্ডনের কাছে একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্ব‍ংসের ঘটনায় নিহত চারজনের মধ্যে আল ক্বায়দার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের পরিবারের সদস্যরাও ছিলেন।

ব্রিটিশ এবং সৌদি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে তিনজন যাত্রীই বিন লাদেনের আত্মীয় ছিলেন । ঐ বিমান দূর্ঘটনায় চালক নিজেও নিহত হন।

দূতাবাসের টুইটারে সৌদী রাষ্ট্রদূত বিন লাদেনের পরিবারের প্রতি তাঁর শোক জ্ঞাপন করেন। তবে তিনি নিহতদের পরিচয় নিশ্চিত করেননি। গত রাতে দূতাবাসের টুইটারে দেওয়া বিবৃতিতে রাষ্ট্রদূত শাহজাদা মোহাম্মদ বিন নাওয়াফ বিন আব্দেল আজিজ বলেন যে দূতাবাস সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই ঘটনার বিষয়টির দিকে নজর রাখবে এবং জানাজা ও দাফনের জন্যে মরদেহ সৌদি আরবের কাছে দ্রুত হস্তান্তর করতে বলবে।

পুলিশ বলছে যে এই বিশেষ বিমানটি একটি গাড়ি নিলাম করার জায়গার কাছে পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটি লন্ডন থেকে ৬৫ কিলোমিটার দূরে ব্ল্যাকবুশ ইমান বন্দরে অবতরণের চেষ্টার সময়ে বিধ্বস্ত হয়। এটি মিলানের মালপেনসা বিমান বন্দরের দিকে রওয়ানা হয়েছিল।

ভূমিতো কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ এবং বিমান দূঘর্টনা তদন্ত শাখা যৌথ তদন্ত শুরু করেছে।

.

XS
SM
MD
LG