অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন এগিয়ে রয়েছেন. তবে ট্রাম্পও এগিয়ে যেতে পারেন


যুক্তরাষ্ট্রের সংবাদ সংগঠনগুলো গতকাল এ রকম আভাস  দিয়েছে যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্য মিশিগান  ও উইসকনসিনে জয়লাভ করায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে চলেছেন। এ পর্যন্ত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মোট  ২১৩   টি ইলেক্টরাল ভোট পেয়েছেন , আর জো বাইডেন পেয়েছেন ২৫৩ টি   ভোট ।

যুক্তরাষ্ট্রের সংবাদ সংগঠনগুলো গতকাল এ রকম আভাস দিয়েছে যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্য মিশিগান ও উইসকনসিনে জয়লাভ করায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে চলেছেন। এ পর্যন্ত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মোট ২১৩ টি ইলেক্টরাল ভোট পেয়েছেন, আর জো বাইডেন পেয়েছেন ২৫৩ টি ভোট । বাইডেন বুধবার বিকেলে বলেন, “ আমি এখানে এ কথা বলতে আসিনি যে আমরা জয়লাভ করেছি । কিন্তু আমি এখানে এ কথা জানাতে চাই যে গণনা শেষ হলে, আমরা বিশ্বাস করি আমরা জয়লাভ করবো”। মনে করা হচ্ছে যে মিশিগান ও উইসকনসিন ছাড়াও বাইডেন আরিজোনা ও নেভাডায় জয়লাভ করলে ইলেক্টরাল কলেজের ২৭০ টি ভোট তিনি পেয়ে যাবেন। ২০১৬ সালের নির্বাচনে ডনাল্ড ট্রাম্প নেভাডা বাদে বাকি সব জায়গায় জয়লাভ করেছিলেন। যুক্তরাষ্ট্রের ইলেক্টরাল কলেজ পদ্ধতি অনুযায়ী মেইন ও নেব্রাস্কা ছাড়া , প্রতিটি রাজ্যে যিনি প্রত্যক্ষ ভোটে জয়ী হন তিনি ঐ রাজ্যের সব ক’টি ইলেক্টরাল ভোট পান আর এই ইলেক্টরেটদের সংখ্যা সংশ্লিষ্ট রাজ্যের জন সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। সব ক’টি ভোট গণনার আগে রাজ্যগুলো জয়ীর নাম ঘোষণা করে না তবে সংবাদ সংস্থাগুলো বিজয়ীর নাম প্রাক্কলন করে ঘোষণা করে যখন তারা মনে করে যে গোনা হয়নি এমন ভোটের সংখ্যা এত বেশি নয় যে ফলাফলে তা কোন রকম পরিবর্তন আনতে পারে।

বাইডেন জাতীয় ভাবে জনগণের প্রত্যক্ষ ভোটেও বুধবার এগিয়ে ছিলেন। এডিসন রিসার্চ এবং দ্য এসোসিয়েটেড প্রেসের হিসেব অনুযায়ী তিনি পেয়েছেন সাত কোটি চল্লিশ লক্ষ ভোট আর ট্রাম্প পেয়েছেন ছয় কোটি একাত্তর লক্ষ ভোট। প্রচুর সংখ্যক আগাম ভোটদানের কারণে এই ২০২০ সালে মোট ভোটদাতার সংখ্যা ১৫ কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে ট্রাস্পের জয়লাভের একটি পথ হচ্ছে যদি তিনি এমন একটি রাজ্য, যেখানে এখন বাইডেন এগিয়ে রয়েছেন সেটিতে এগিয়ে যেতে পারেন। প্রেসিডেন্ট অন্যা্ন্য কয়েকটি অঙ্গরাজ্যেও এগিয়ে রয়েছেন যার ফলাফল এখনও ঘোষণা করা হয়নি । এই রাজ্যগুলো হচ্ছে পেনসিলভেনিয়া, জর্জিয়া,নর্থ ক্যারোলাইনা এবং অ্যালাস্কা । বাইডেনের কাছ থেকে তিনি যদি কোন রাজ্যের জয় ছিনিয়ে নিতে না পারেন তবে কেবলমাত্র এই রাজ্যগুলোতে জয়লাভ করে তিনি মোট ২৬৮ টি ইলেক্টরাল ভোট পাবেন, যা কীনা প্রেসিডেন্ট পদে জয়লাভের জন্য প্রয়োজনীয় ২৭০ টি ভোটের চাইতে কম। পেনসিলভেনিয়ায় ডাক মারফত আসা দশ লক্ষের ও বেশি ভোট এখন গণনা করা হচ্ছে । বাইডেনের নির্বাচনী প্রচার অভিযানকারীরা বলছেন যে পেনসিলভেনিয়ায় ডাক যোগে আসা ভোটের ৭৮ % তারা পাচ্ছেন । এই রাজ্যের ফলাফল আজ দিনে আরও পরের দিকে কিংবা আগামিকালের আগে পাবার সম্ভাবনা নেই। এ দিকে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানকারিরা গতকাল জানান যে তারা উইসকন্সিনে, যেখানে বাইডেন ২০,০০০ ভোটে এগিয়ে আছেন সেখানে ভোট পুনর্গণনার জন্য অনুরোধ করবেন। মিশিগানেও, যেখানে বাইডেন ৩৫ হাজার ভোটে এগিয়ে আছেন সেখানে তারা ভোট গণনা বন্ধ করার জন্য মামলা করেছেন। জর্জিয়া অঙ্গরাজ্যেও ট্রাম্পের পক্ষে মামলা দায়ের করা হয়েছে।

XS
SM
MD
LG