অ্যাকসেসিবিলিটি লিংক

বহু-জাতিক কোম্পানিগুলোর উপর কর আরোপ: জি-সেভেনের ঐতিহাসিক চুক্তি


বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, বিশ্বের সর্বাধিক ধনী দেশগুলোর গোষ্ঠী বিশ্বের কোম্পানিগুলোর উপর সীমান্ত পেরুনো কর আরোপের বিষয়ে কিছু ত্রুটি বন্ধ করার সম্পর্কে এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে।

জি-সেভেন বলেছে, তারা গ্লোবাল কর্পোরেশান কর কমপক্ষে ১৫ শতাংশ হারে ধার্য করা সমর্থন করবে এটা নিশ্চিত করতে যাতে, যে দেশগুলোতে এই ব্যবসা চলছে সেখানে এই কর দেয়া নিশ্চিত করা যায়।ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাক সংবাদদাতাদের জানান, “কয়েক বছরের আলোচনার পর, বৈশ্বিক এই কর পদ্ধতি সংস্কারের বিষয়ে জি-সেভেনে মন্ত্রীরা এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছেন যাতে করে তা বিশ্বব্যাপী এই ডিজিটাল যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

এই চুক্তি যা আগামি মাসে আন্তর্জাতিক চুক্তিরই ভিত্তি হতে পারে তার লক্ষ্য হচ্ছে, কয়েক দশক ধরে চলে আসা “শেষ অবধি প্রতিযোগিতার” পরিসমাপ্তি ঘটানো যার ফলে বিভিন্ন দেশ বড় বড় কর্পোরেটকে অত্যন্ত কম কর এবং ছাড় দিয়ে আকৃষ্ট করার প্রতিযোগিতায় লিপ্ত থেকেছে। আর এর ফলে সরকারী তহবিল থেকে তাদের কোটি কোটি ডলার খরচ হয়েছে, যা করোনা সংকটে বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্ধার করা দরকার।

XS
SM
MD
LG