অ্যাকসেসিবিলিটি লিংক

মানবতার ইতিহাসে তার গান স্বর্ণের চাইতেও প্রোজ্জ্বল


মানবতার ইতিহাসে তার গান স্বর্ণের চাইতেও প্রোজ্জ্বল
মানবতার ইতিহাসে তার গান স্বর্ণের চাইতেও প্রোজ্জ্বল
১৯২৬ সাল, ৮ই সেপ্টেম্বর, আসামের সাদিয়ায় জন্ম হলো এক শিশুর, যিনি পরবর্তীকালে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সুরকার, গীতিকার এবং কন্ঠশিল্পী হিসেবে আবির্ভূত হলেন। এই শিল্পীর নাম ভূপেন হাজারিকা। সমাজে শ্রেনী বৈষম্যের বিরুদ্ধে তার এক একটি গান, যেন এক একটি কামানের গোলা। দেশে দেশে সীমারেখা যেমন তিনি মানেননি, তেমনি মানুষে মানুষে তফাত দেখেননি এই শিল্পী। অতি সহজ, সরাসরি আর শৈল্পিক তুলির আঁচড়ে যে সব আগুন ঝরা গান তিনি রেখে গেলেন শ্রোতাদের জন্যে, মানবতার ইতিহাসে তা স্বর্ণের চাইতেও উজ্জ্বল হয়ে জ্বলছে, জ্বলবে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমাদের বিশেষ পরিবেশনা।

XS
SM
MD
LG