অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল উইমেন লিডারশিপ এ্যওয়ার্ড গ্রহণ করেছেন


বর্তমানে অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত গ্লোবাল সামিট অব উইমেন-এ নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন লিডারশিপ এ্যওয়ার্ড গ্রহণ করেছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে একটি বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওই পুরস্কার গ্রহণ করেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের দেড় হাজারের বেশি নারী নেত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী নারীর অধিকার আদায়, নারীর ক্ষমতাকে কাজে লাগানো এবং এক্ষেত্রে তাদের সহযোগিতা করার জন্য নতুন একটি বৈশ্বিক জোট গঠনের আহবান জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সাক্ষাত করলে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপরে চাপ অব্যাহত রাখা এবং আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের মানবিক সাহায্য-সহায়তা প্রদানের জন্য অস্ট্রেলীয় সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG