বাংলাদেশের পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেবেন ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র লোটে শেরিং শুক্রবার ঢাকায় পৌঁছাবেন চারদিনের এক সফরে। লোটে শেরিংয়ের বিশেষ পছন্দ পহেলা বৈশাখের অনুষ্ঠান।
১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত লোটে শেরিং বাংলাদেশে অবস্থান করেন। ১৪ এপ্রিল সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সুরের ধারা’ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভূটানের নবনির্বাচিত এ প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় বাণিজ্য, অভ্যন্তরীন নদীপথ, স্বাস্থ্য ও কৃষিখাতে সহযোগিতা বাড়ানোই এ সফরের অন্যতম উদ্দেশ্য। আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসবেন লোটে শেরিং।