অ্যাকসেসিবিলিটি লিংক

সাঈদীর ফাঁসির দন্ড চেয়ে রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ


মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতের ঊর্ধ্বতন নেতা মওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির দন্ড চেয়ে রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ লক্ষ্য সুপ্রীমকোর্টের আপিল বিভাগে ওই আবেদন জমা দেয়া হয়েছে অ্যার্টনি জেনারেলের দফতর থেকে।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি হত্যা-ধর্ষণসহ অন্যান্য অপরাধে মওলানা সাঈদীকে যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল মৃত্যুদন্ডাদেশ প্রদান করে। ওই সময় দেশজুড়ে সৃষ্ট সহিংসতায় অনেক মানুষ নিহত হন।

২০১৪ সালে আসামী এবং রাষ্ট্রপক্ষের করা দুটি আপিলের উপর শুনানি শেষে মওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে সুপ্রীম কোর্ট আমৃত্যু কারাদন্ডাদেশ প্রদান করে। মঙ্গলবার রাষ্ট্র পক্ষের আবেদনে ট্রাইব্যুনালের সাজা অর্থাৎ মৃত্যদন্ডাদেশ বহাল রাখার আবেদন জানিয়েছে।

এদিকে, মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপি'র ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG