বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে ফের আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে দূতাবাসের এক নিরাপত্তা বার্তায় বলা হয়, বাংলাদেশে আন্তর্জাতিক হোটেলগুলোতে আয়োজিত পশ্চিমা নাগরিকদের বড় ধরনের জমায়েতসহ অন্যান্য স্থানে তাদের লক্ষ্য করে হামলা হতে পারে। এ বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট রোববার বলেছেন, দায়িত্ববোধ থেকেই নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্ক করা হয়েছে। সতর্ক বার্তার পর সরকারের তরফে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের এক ধরনের বাড়াবাড়ি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এটাকে পশ্চিমা ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশ ও রাশিয়ার প্রতি বিরুপ মনোভাব পোষণ করে। ওদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া আবারও বলেছেন, ইতালির নাগরিক খুনের ঘটনার সঙ্গে কোন জঙ্গি সম্পৃক্ততা নেই। তিনি বলেন এটা একটি পরিকল্পিত হত্যাকা-। এই পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারীদেরও সনাক্ত করা হয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট
।