দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি অভিযোগ করেছে দেশে স্বর্ণ খাতের ওপর সরকারের কার্যত কোন নিয়ন্ত্রণ না থাকায় স্বর্ণ এবং স্বর্ণালংকারের মান এবং বাজার নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ীরা। রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে টিআইবি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে যাতে এমন অভিযোগ করে বলা হয়েছে দেশের স্বর্ণ খাত জবাবদিহিহীন, হিসাব-বহির্ভূত এবং কালো বাজার নির্ভর। এই অবস্থায় এ খাতকে একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামোর আওতায় আনার সুপারিশ করেছে টিআইবি । সংস্থাটি স্বর্ণ খাতের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গবেষণা প্রতিবেদনে ১৫টি ক্ষেত্রে ৯০টি সুপারিশ করেছে । দেশে স্বর্ণের চাহিদা এবং জোগান নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্য নাই বলে উল্লেখ করে এই খাত সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করার কথা বলা হয়েছে। প্রতিবেদনে চোরাচালান বন্ধে স্বর্ণ আমদানির প্রক্রিয়া সহজ করার পাশাপাশি শুল্ক কমানোর সুপারিশ করা হয়েছে।