দৃষ্টির সীমানা পেরিয়ে চলে গেলেন বাংলা সঙ্গীতের কিংবদন্তী শিল্পী শাহনাজ রহমতউল্লাহ। শনিবার রাত সাড়ে ১১টায় ঢাকার বারিধারার নিজ বাসভবনে ৬৭ বছর বয়সী এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হৃদরোগে আক্রান্ত হয়ে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সেই শোকের কথাই জানিয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ এবং কনক চাপা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন শিল্পী শাহনাজ রহমতউল্লাহর মৃত্যুতে।
১৯৫২ সালে জন্ম নেয়া শিল্পী শাহনাজ রহমতউল্লাহ-যে ছিল দৃষ্টির সীমানায়, এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়েসহ অসংখ্য কালজয়ী সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। মাত্র ১০ বছর বয়স থেকে রেডিও এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী ছিলেন তিনি। কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্রের অসংখ্য প্লেব্যাক সঙ্গীতে। ১৯৯০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৯৯২ সালে একুশে পদকসহ অসংখ্য পদক এবং সম্মাননায় ভূষিত হন এই কিংবদন্তী শিল্পী।
মৃত্যুকালে তিনি স্বামী ও ২ সন্তান রেখে গেছেন। রোববার অপরাহ্নে তার জানাযা ও দাফন সম্পন্ন হয়।