বাংলাদেশের উত্তরাঞ্চলে বুধবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং অপর ৫০ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থলেই ১০ জন নিহত হন এবং অপর দুইজন হাসপাতালে মারা যান । দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয় জনগণ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি অন্যতম সড়ক দুর্ঘটনা প্রবণ দেশ । যাত্রী কল্যাণ সমিতির দেয়া তথ্য মোতাবেক বাংলাদেশে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় অন্তত ৮৬৪২ জন নিহত এবং ২১, ৮৫৫ জন আহত হয়েছেন ।
আন্তর্জাতিক সংস্থা Association for Safe International Road Transport এর হিসাব অনুযায়ী বিশ্বে প্রতি বছর ১৩ লক্ষ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এদিকে, ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায় একটি চাল কলের বয়লার বিস্ফোরণে দুইজন শ্রমিক
নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।