ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ঘিরে উদ্বেগ যেমন রয়েছে তেমনি রয়েছে উত্তেজনাও। আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে মোদির ঢাকা আসার কথা রয়েছে। ইসলামী দল, বামপন্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে মোদিকে প্রতিহতের ডাক ইতিমধ্যেই দেয়া হয়েছে। শুক্রবার বাদ জুমা নয়া কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলামসহ ৪৮টি ইসলামী সংগঠন। তারা আগামী ১২ই মার্চ মোদির সফরের প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি দিয়েছে।
ঢাকায় যাত্রাবাড়ী থেকে গাবতলী, সদরঘাট থেকে টঙ্গী পর্যন্ত মানব প্রাচীর গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করেছে। হেফাজতের ঢাকা মহানগর আমীর আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ভারতে মুসলমানদের ওপর মোদির সরকার নির্যাতন ও হত্যাকা- চালাচ্ছে। বাংলাদেশে সম্প্রীতির সুন্দর পরিবেশ রয়েছে। এমন সময় মোদিকে এখানে ঢুকতে দেয়া হবে না। বিশিষ্ট বামপন্থী নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, সীমান্তে হত্যা, পানির ন্যায্য হিস্যা না দেয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ- এসবের কারণে মানুষ এমনিতেই বিক্ষুব্ধ। এর মধ্যে দিল্লিতে সম্প্রতি বিজেপি সরকারের মদতে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তাতে মোদিকে ঢাকায় স্বাগত জানানো যায় না।
জোনায়েদ সাকী বলেন, নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রতিহতে ১৫ই মার্চ বাম দলগুলো কর্মসূচি পালন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর মোদির সফরের বিরোধিতা করেছেন। বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যে কোন আগ্রাসী শক্তিকে প্রতিহত করা হবে। উল্লেখ্য যে, মোদিকে নিয়ে কটূক্তি করার দায়ে ময়মনসিংহে এক যুবককে আটক করেছে পুলিশ। সাঁথিয়ায় মোদি বিরোধী এক সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে।