অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন সম্পন্ন


বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন।

ভোটে অংশ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিসহ স্বল্প সংখ্যক রাজনৈতিক দল। মেয়র নির্বাচন ছাড়াও ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে বৃহস্পতিবার ভোট হয়েছে।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে বেশীরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল নিতান্তই কম। জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভোটারদের উপস্থিতি লক্ষনীয়ভাবে কম।

কম ভোটার মানে নির্বাচনে মানুষের আস্থা কম বলে উল্লেখ করে তিনি বলেন, গত নির্বাচনগুলোতে অনিয়ম হওয়ায় ভোটাররা ভোট দেয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

খোদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ভোটারের উপস্থিতি কম থাকার দায় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG