সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া গুলশন হামলাকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তায় দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে দ্রুত তথ্য আদান প্রদানের উপর জোর দেওয়া হচ্ছে। সীমান্তে কোথাও কোনও অপরাধ হলে সেই সংক্রান্ত তথ্য তিনদিনের মধ্যে দুই পক্ষের কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। রাজ্যের উত্তর বঙ্গের শিলিগুড়ির কদমতলায় বিএসএফের উত্তরবঙ্গের সদর দপ্তরে ভারত-বাংলাদেশ দুই দেশের সীমাম্ত রক্ষী বাহিনীর কর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে দুদেশের তরফে অপরাধীদের তালিকাও আদানপ্রদান হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে এর আগে গত নভেম্বরে বিএসএফ ও বিজিবি'র মধ্যে এইবৈঠক হয়েছিল।এবারের বৈঠকেবাংলাদেশের কুড়ি জন প্রতিনিধি এবং বিএসএফের উনিশ জন প্রতিনিধি অংশ নেন। সীমান্ত পারের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সীমান্তে চোরাচালান সোনাপাচার থেকে পশুপাচার জাল টাকা ছড়ানো বেআইনি অনুপ্রবেশ সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় নিরাপত্তা ক্ষেত্রে কী ধরনের সমস্যা হচ্ছে তা নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্তাদের মধ্যে মূলত আলোচনা হলেও গুরুত্ব পেয়েছে বাংলাদেশে গুলশন হামলার ঘটনা।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।