অ্যাকসেসিবিলিটি লিংক

 
হোলি আর্টিজানে জঙ্গি হামলার এক বছর: বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি

হোলি আর্টিজানে জঙ্গি হামলার এক বছর: বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি


ঢাকার গুলশান এলাকায় অভিজাত হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার এক বছর হয়ে যাবে আগামিকাল পয়লা জুলাই। এই হামলায় প্রাণ হারিয়েছেন তারুণ্যে উদ্দীপ্ত তিনজন , ফারাজ আয়াজ হোসেন, আবিন্তা কবীর, ইশরাত আকন্দ, নিহত হয়েছেন দু জন পুলিশ কর্মকর্তা রবিউল করিম ও সালাহউদ্দিন খান। প্রাণ হারিয়েছেন একজন ভারতীয় , ন জন ইটালিয়ান এবং সাতজন জাপানী নাগরিক। আজ এই বিষন্ন দিনের প্রাক্কালে, তাঁদের সকলের আত্মার শান্তি কামনা করছি। যে প্রাণচ্ছোল জীবনের প্রদীপ সে দিন নিভে গেল, তারা হয়ত জ্বলে উঠবেন কখনই, কিন্তু মানবতার আলো সকল সময়ে প্রজ্বোলিত থাকুক এ কামনা করেই শুরু করছি আজকের কল ইন শো, আলাপন আজ আমরা হোলি আর্টিজানের জঙ্গি হামলার পর্যালোচনা করবো, সেই সঙ্গে শ্রোতাদের জিজ্ঞাসা এবং আমাদের প্যানেল সদস্যদের জবাবের মধ্য দিয়ে জেনে নেবো নিরাপত্তা পরিস্থিতর কথা, জাতীয় ও আন্তর্জাতিক উভয় প্রেক্ষাপটে।

আজ আমাদের প্যানেল সদস্যদের মধ্যে রয়েছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিস্টিটউটের সদস্য অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী; রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড দেলোয়ার হোসেন ।আরো আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পীস এন্ড সিকউরিটি স্টাডিজের রিসার্চ ফেলো, নিরাপত্তা বিশ্লেষক জনাব শাফকাত মুনির।

আজকের আলাপন সঞ্চালন করেছেন,আনিস আহমেদ

please wait

No media source currently available

0:00 0:41:48 0:00

XS
SM
MD
LG