মাত্র পাচ দিনের মাথায় বাংলাদেশের দিনাজপুরে আবারও হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরে দুর্বৃত্তদের বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার পরে দিনাজপুরের কাহারোলে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনের এক ধর্মসভা চলার সময় মোটর সাইকেল আরোহী অজ্ঞাতনামা চার- পাচজন যুবক প্রথমে কয়েকটি বোমা ফাটায় ও পরে গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই দুইজন আহত হয়েছেন।
এ সময় বোমাসহ একজনকে জনতা ধরে পুলিশে সোর্পদ করে। অস্ত্রশস্ত্রসহ শুক্রবার সকালে একজনকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত। তিনি বলেন, এ ধরনের অনেক ধর্মসভা হলেও কখনো হামলার ঘটনা ঘটেনি।
গত ৫ ডিসেম্বর দিনাজপুরের ঐতিহাসিক কান্দাজিউ মন্দিরে বোমা হামলায় দশজন আহত হন। ৩০ নভেম্বর ইসকনের স্থানীয় সভাপতিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। দিনাজপুরেই ১৮ নভেম্বর স্থানীয় একটি চার্চের ফাদার এবং ইতালীয় নাগরিক পিয়েরো পারলারি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন।
মন্দিরে হামলার প্রতিবাদে শুক্রবার ঢাকা এবং দিনাজপুরসহ কয়েকস্থানে প্রতিবাদ সভা এবং মানববন্ধন করে সাত দিনের মধ্যে দুর্বৃত্তদের আটক ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।