বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলায় বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত সুন্দরবনের কোল ঘেঁষে রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে বিশ্বের সর্ববৃহৎ গ্রীষ্মমন্ডলীয় বনাঞ্চলটি ধ্বংস হয়ে যাবে বলে আশংকা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।
মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যে মূল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সাক্ষরের প্রতিবাদে বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, চুক্তি সাক্ষরকে একটি কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন।
এ প্রসঙ্গে দেশের বিশিষ্ট পরিবেশবাদী ব্যক্তিত্ব সুলতানা কামাল বলেন, সরকার যে বলছে ঐ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলে সুন্দরবনের কোন ক্ষতি হবে না, তার বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক প্রমাণ জাতির সামনে তাদের তুলে ধরতে হবে।
পরিবেশবাদীরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে এখনো চূড়ান্ত ছাড়পত্র নেয়া হয়নি। প্রয়োজনে তথ্য প্রমাণ নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে তাঁরা উল্লেখ করেন। ঢাকা থেকে জহুরুল আলম।