২৮ বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। আর সে নির্বাচনটি আগামী মার্চের তৃতীয় সপ্তাহে হবার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ডাকসু’র গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ পেশ করেছে ৫ সদস্যের কমিটি। তবে প্রার্থীদের বয়স, ভোট কেন্দ্র কোথায় হবে- এমন অনেক বিষয়ে ছাত্র সংগঠনগুলোর রয়েছে ভিন্ন মত। আর এসব বিষয় জানতেই আমাদের আজকের আলাপন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন’।
আজকের অতিথি ছিলেন ডাকসু’র গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনে গঠিত কমিটির আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক মিজানুর রহমান এবং বাংলা ভিশনের হেড অফ নিউজ মোস্তফা ফিরোজ। এছাড়াও ছিল ডাকসু নির্বাচনের সবশেষ প্রস্তুতি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সাক্ষাৎকার। সংযুক্ত হয়েছিলেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।