নাশকতার তিন মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। স্বাস্থ্যগত কারণে গত ১৩ জুলাই থেকে সুপ্রিম কোর্টের প্রদত্ত জামিনে ছিলেন তিনি।
উচ্চ আদালতের নির্দেশেই তিনি মঙ্গলবার ঢাকা মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু তার জামিন আবেদন নামঞ্জুর হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বিএনপি এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। ঢাকা থেকে আমীর খসরু।