অ্যাকসেসিবিলিটি লিংক

এবার পঞ্চগড় ও মাগুরা'য় মন্দিরে হামলা


সম্প্রতি বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জে মঠের অধ্যক্ষকে হত্যার পর গত দুই দিনে বাংলাদেশে দুইটি হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে যাতে অন্তত চার ব্যক্তি আহত হয়েছেন এবং একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে ঘটনা দুইটি সোমবার এবং মঙ্গলবার গভীর রাতে ঘটেছে। পঞ্চগড় জেলার মোলানী এলাকায় শ্রীশ্রী হরি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে যখন দুর্বৃত্তরা মন্দিরের বাইরের একটি চূড়াসহ চারপাশের দেয়াল ক্ষতিগ্রস্ত করেছে।

পুলিশ জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এমন কাজ করেছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়।

এদিকে, মাগুরা জেলার বারইপাড়া গ্রামের ফাঁসতলা মহাশ্মশান কালী মন্দিরে সোমবার রাতে পূজা চলাকালে ৪ দর্শনার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত তাপস সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার রাতেই ইকবাল নামে একজনকে আটক করেছে পুলিশ। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00


XS
SM
MD
LG