অ্যাকসেসিবিলিটি লিংক

গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় পুলিশের ভূমিকা স্মরণ করলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যে কোন দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় পুলিশ। আর এটা পুলিশের কর্তব্য। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব দূরীকরণে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ বাহিনীকে জনবান্ধব একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে এ কথাও বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ১১৮ জন পুলিশ সদস্যের মাঝে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক বিতরণ করেন। মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতারÑ এ প্রতিপাদ্য নিয়ে প্রতিবারের ন্যায় এবারও ৫ দিনব্যাপী পুলিশ সপ্তাহ উদযাপিত হচ্ছে। চলবে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00



XS
SM
MD
LG