বাংলাদেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় হাইকোর্টের সামনে বিএনপি'র বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে পুলিশ বাঁধা দিলে ও ছত্রভঙ্গ করতে চাইলে পুলিশ এবং বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
এর অল্প সময় আগে প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে বিএনপি'র একটি অঙ্গ সংগঠন। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত একজন পুলিশ কর্মকর্তা এ ঘটনার জন্য বিএনপি'কে দায়ী করেন এবং শিগগিরই ব্যবস্থা গ্রহণের কথা জানান। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে, বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা ভবিষ্যতে আর কোন সভা-সমাবেশের জন্য কোন পূর্বানুমতি নেবেন না। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সরকার নিজেদের প্রভু বলে মনে করে।