বাংলাদেশের গোয়েন্দা পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে যিনি জিহাদি জন ছদ্মনাম নিয়ে ইসলামিক ষ্টেট-আইএস'র পক্ষে অনলাইনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে জিহাদি জন ছদ্মনাম ব্যবহারকারী নাহিদুল ইসলামকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বুধবার বিকেলে সাংবাদিকদের বলেছেন আটক এ ব্যক্তি আইএস এর লোগো সহ দাওয়া আল ইসলামিয়া নামে একটি ফেইস বুক পেজ-এ আইএস এর পক্ষে প্রচারণা চালাত কথিত জিহাদি জন নামে। এদিকে দেশের বিশিষ্ট নাগরিকদের আইএস-এর নামে হত্যার হুমকি দানকারী আব্দুল হককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সে অবশ্য নিজেকে আইএস কর্মী বলে দাবি করেছেন।