অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: বাংলাদেশ ও ভারতের মধ্যে সদ্য সমাপ্ত গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টের বিশ্লেষণ


ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্টটি তিন দিনে শেষ হয়েছে। এই ম্যাচের আয়ু ছিল মাত্র ১৬১ ওভার ২ বল। অথচ দুই দিনে তো খেলা হওয়ার কথা ১৮০ ওভার। সেক্ষেত্রে কাগজে-কলমের হিসাবে টেস্টটি আসলে ছিল ‘দুই দিনের’।

প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর ভারত ৯ উইকেটে ৩৪৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষনা করে। ফলে প্রথম ইনিংসে ২৪১ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারায় স্বাগতিক ভারত। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন- ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সদ্য সমাপ্ত গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টের বিশ্লেষণ’

আজ আলাপনে অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইউসুফ রহমান বাবু ও নাজমুন নুর রবিন। এছাড়া ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার এবং কলকাতা থেকে সাংবাদিক চঞ্চল ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রোকেয়া হায়দার।


XS
SM
MD
LG