করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে আশঙ্কার পরিপ্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন স্বাগত জানিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, অসমের আটক শিবিরগুলো থেকে বিদেশী হিসেবে চিহ্নিত কিছু লোকের মুক্তি দেওয়ার শর্ত শিথিল করা হোক। বিশেষ করে যাঁঁরা অন্তত দু'বছর ধরে আটক রয়েছেন, এই সময়ে তাঁদের মুক্তির ব্যবস্থা করা উচিত, তা নয়তো আটক শিবিরগুলোতে করোনার সংক্রমণ হতে পারে।
উল্লেখ্য, এই মুহূর্তে অসমের ছ'টি শিবিরে বিদেশী মার্কামারা অন্তত এক হাজার মানুষকে প্রত্যর্পণের জন্য আটক করে রাখা হয়েছে। তাদের অনেকেরই বন্দিত্বের মেয়াদ দু'বছর অতিক্রান্ত। সুপ্রিম কোর্টের মতে, এত জনকে এক সঙ্গে আটক করে রাখায় সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে চলা যাচ্ছে না। ফলে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, কোথাও একটা শুরু করার জন্য এটা ঠিক আছে। কিন্তু যে উদ্দেশ্যে এটা করার কথা বলা হচ্ছে তার জন্য দু'বছর সময়টাও অযৌক্তিক। আমরা বলবো এই দুঃসময়ে আটক শিবিরগুলো থেকে সকলকেই ছেড়ে দেওয়া উচিত। এটা মানবিকতার প্রশ্ন।