অ্যাকসেসিবিলিটি লিংক

সাগর থেকে উদ্ধার করা ৫২৮জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশী: মিয়ানমার


জুনের একেবারে গোড়ার দিকে আন্দামান সাগর থেকে যে ৭২৯জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছিল মিয়ানমারের নৌবাহিনী তাদের মধ্যে ৫২৮ জন বাংলাদেশী, এমন দাবী করে বাংলাদেশের কাছে একটি তালিকা হস্তান্তর করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। প্রথমে উদ্ধারকৃতরা সবাই বাংলাদেশী এমনটা দাবী করেছিল মিয়ানমার। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, যে তালিকা দেয়া হয়েছে তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং ওই প্রক্রিয়া শেষে যারা বাংলাদেশী নাগরিক তাদের ফিরিয়ে আনা হবে। গত মাসের তৃতীয় সপ্তাহে মিয়ানমার নৌবাহিনী যাদের সাগর থেকে উদ্ধার করেছিল তাদের মধ্য থেকে ১৮৭জন বাংলাদেশী এমাসেই দেশে ফেরত এসেছেন। ঢাকায় বিভিন্ন সূত্রে জানা গেছে, সাগর পথে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৫ শতাধিক বাংলাদেশী মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:29 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG