মিডিয়ায় পুলিশের আচরণের কথা বলে মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক রায়হান কবির গ্রেপ্তার হয়েছেন। তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। দেশটির সরকার বলেছে, রায়হান কবিরের জন্য মালয়েশিয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় এক সাক্ষৎকারে রায়হান করোনা মহামারি চলাকালীন অবৈধ অভিবাসীদের সঙ্গে কর্তৃপক্ষের আচরণ নিয়ে কিছু অভিযোগ করেছিলেন। এই কারণে সরকার ক্ষুব্ধ হয়।
রায়হান গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তাকে ধরিয়ে দেয়ার জন্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দেয়া হয়। দু’ সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান কবির ওয়ার্ক পারমিট নিয়েই সেখানে কর্মরত ছিলেন। তার এক বন্ধুকে অবৈধ অভিবাসী হিসেবে পুলিশ গ্রেপ্তার করার পর থানায় খোঁজ খবর নিতে যান। এতে করে পুলিশ বিরক্ত হয়। শ্রমিক অসন্তোষের খবর নিয়ে আল জাজিরা তখন একটি প্রতিবেদন প্রচার করে। রায়হান এতে অংশ নেন। লকডাউনে গরিব, দুঃস্থ সহায়তার আশায় থাকা অবৈধ অভিবাসীদের সঙ্গে মালয়েশিয়ার পুলিশের আচরণের সমালোচনা করেন। সঙ্গে সঙ্গে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।
মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার সমালোচনা করেছে। কিন্তু সরকার বলছে, সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।