ভারতের সংসদে নাগরিকত্ব সংশোধন বিল পাশের পর আজ অসম রাজ্যে বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ করেছে। পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে।
নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ ধূমায়িত হয়ে উঠছিল। তা চাপা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের আশ্বাসে যে কোন কাজ হয়নি, বিগত কয়েকদিনের বিক্ষোভে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। বিশেষ করে ত্রিপুরা ও অসমে বিক্ষোভকারীরা হিংসাত্মক হয়ে ওঠায় সেনা মোতায়েন করতে হয়েছে। অসমের রাজধানী গুয়াহাটিতে আজ পুলিশের গুলিতে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। সব ট্রেন ও বিমান বাতিল। জনতা দুটি রেল স্টেশনে এবং একজন বিজেপি বিধায়কের বাড়িতে আজ আগুন লাগিয়ে দেয়। কুড়িটি জেলার ইন্টারনেট ও মোবাইল সার্ভিস সাময়িক ভাবে বাতিল করা হয়েছে উস্কানি দেওয়া ও গুজব ছড়ানো বন্ধ করতে। সুদূর কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনীকে পাঠানো হচ্ছে অসমে। গুয়াহাটি সহ বিভিন্ন উপদ্রুত জায়গায় কার্ফু জারি করা হয়েছে। সেগুলির পুলিশ কর্তাদের এবং গুয়াহাটির পুলিশ কমিশনার ও পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে।