বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশন বা দুদকের ওপরে সাধারণ মানুষের আস্থা কমছে বলে নজরদারী সংস্থা ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এক গবেষণা প্রতিবেদনে বলেছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টিআইবি'র এই প্রতিবেদন প্রকাশ করা হয় এবং সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, দুদক কাগজে-কলমে স্বাধীন হলেও, বাস্তবে নয়। এর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ক্ষমতাসীন ও বিরোধীদলীয় ব্যক্তি দেখেই দুদকের সক্রিয়তা দেখা যায়। দুদকের পক্ষে এর আইনজীবী খুরশিদ আলম খান টিআইবি’র রিপোর্টকে ঔদ্ধত্যপূর্ণ বলে মন্তব্য করে তা প্রত্যাখান করেছেন।