অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করবে রাশিয়া


বাংলাদেশের তেল-গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং জ্বালানি খাতের কৌশলগত ও কারিগরী ক্ষেত্রে রাশিয়া কাজ করবে বলে বাংলাদেশ ও রাশিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার রাতে ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা ও বাপেক্সের সাথে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা গ্যাজপ্রম- এর মধ্যে দুটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করার সম্ভাবনার কথা জানিয়েছেন কর্মকর্তারা।

সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী এলাকার জলে-স্থলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কাজ করবে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানী গ্যাজপ্রম। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে কৌশলগত ও কারিগরী ক্ষেত্রেও সহায়তা দেবে রাশিয়ার ঐ কোম্পানী। এ থেকে বাংলাদেশ উপকৃত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী।

বর্তমানে রাশিয়ার ঋণে বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ চলছে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG