১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধ সংগঠনে দোষী সাব্যস্ত যুদ্ধাপরাধী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের সেক্রটারি জেনারেল আলী আহসান মুজাহেদীর মৃত্যুদন্ডের পুর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১৫ দিনের মধ্যে তারা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন (রিভিউ) দায়ের করতে পারবেন। রিভিউ আবেদন নিষ্পত্তির পর রায় বহাল থাকলে দন্ড-প্রাপ্ত ব্যক্তির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার পথ খোলা থাকবে। তারা ক্ষমা প্রার্থনা করলে ওই আবেদন নিষ্পত্তির পর দ- কার্যকর হবে। তবে মানবতা বিরোধী অপরাধে দ-প্রাপ্ত কোন ব্যক্তি এখন পর্যন্ত প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাননি। আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর তারা রিভিউ আবেদন দায়ের করবেন। মুজাহিদের আইনজীবী শিশির মুহাম্মদ মনির বলেছেন, আমরা এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করবো। আশা করি ন্যায় বিচার পাবো। অন্যদিকে, এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এ রায় বহুল প্রতীক্ষিত। তিনি বলেন, আইন অসুসারে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকেই দ- কার্যকরে উদ্যোগ নিতে পারবে রাষ্ট্র।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় ঘোষণা করেছিল গত ১৬ই জুন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই বেঞ্চ গত ২৯শে জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করে।