অ্যাকসেসিবিলিটি লিংক

নৌঘাঁটি মসজিদে বোমা বিস্ফোরণে মামলা, নৌঘাঁটি মসজিদে বোমা বিস্ফোরণে মামলা, ১ জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ


নৌঘাঁটি মসজিদে বোমা

বিস্ফোরণে মামলা, ১ জনকে

ব্যাপক জিজ্ঞাসাবাদ

চট্টগ্রামের নৌঁঘাটির মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ব্যাটম্যান মিজানসহ অজ্ঞাত পাঁচ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের উপ-পুলিশ কমিশনার হারুনুর রশীদ হাজারী। আটক মিজানকে র‌্যাব তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিজান ট্যাক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করে অষ্টম শ্রেণির পদমর্যাদার চাকরি নিয়েছিলেন নৌ-বাহিনীতে। কেন তথ্য গোপন করে মিজান দুই বছর আগে এ চাকরি নিয়েছিলেন তা নিয়েই মূলত তাকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। উপ-পুলিশ কমিশনার হারুনুর রশীদ হাজারী বলেন,

আটক মিজানের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামে। তার আটকের পরই পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। স্থানীয়রা জানান, মিজান নৌ-বাহিনীতে চাকরি করতেন তা তারা জানতেন না। তারা জানতেন, মিজান গার্মেন্ট এ চাকরি করেন। এদিকে, প্রাথমিকভাবে একটি মসজিদে হামলার কথা শোনা গেলেও এখন জানা যাচ্ছে, একইসময়ে দুটি মসজিদে হামলা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কেউ কোন কথা বলছেন না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলছে। উল্লেখ্য যে, চার মাস আগে ভারতের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা পিটিআই নৌÑঘাটিতে সন্ত্রাসী হামলা হতে পারে এমন খবর দিয়েছিলো। তখন ঢাকার নিরাপত্তা কর্মকর্তারা বলেছিলেন, জঙ্গি সংগঠনগুলো আদর্শগত বিভেদে ধ্বংস হয়ে গেছে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন বিস্তারিত:

XS
SM
MD
LG