অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতির বিশ্বজনীন ধারণাসূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ


দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই-এর বিশ্বজনীন দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়েছে। বৃহস্পতিবার বিশ্ব জুড়ে প্রকাশিত ওই ধারণা সূচক রিপোর্ট ঢাকায় টিআইবি প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২তম স্থানে, যা গত বছর ছিল ১৪তম স্থানে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সর্বনিম্ন দিক থেকে গত বছরের চাইতে ২০২০ সালে বাংলাদেশের অবস্থান দুই ধাপ নেমে ১২তম স্থানে এসেছে। সূচকের উচ্চক্রম অর্থাৎ ভালো থেকে খারাপ দিক অনুযায়ী বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন আসেনি।

please wait

No media source currently available

0:00 0:01:47 0:00

টিআই বলেছে, বৈশ্বিক গড় স্কোর ৪৩-এর মধ্যে বাংলাদেশের স্কোর গতবারের মতোই ২৬। দক্ষিণ এশিয়ার মধ্যে দুর্নীতিতে আফগানিস্থানের পরেই বাংলাদেশের স্থান অর্থাৎ দুর্নীতিতে দ্বিতীয় এবং এশিয়ার মধ্যে চতুর্থ সর্বনিম্ন। রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পরিস্থিতি উদ্বেগজনক।
টিআই-এর সূচক অনুযায়ী, বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। এরপরই নিউজিল্যান্ড। অন্যদিকে, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান এবং সোমালিয়া।

XS
SM
MD
LG