বাংলাদেশের অধিনায়ক মাশরাফি ব্যাটিং-বোলিংয়ে একাই ঘুরিয়ে দিলেন ম্যাচের গতিবিধি। ছিনিয়ে নিলেন বাংলাদেশের জয়। মিরপুরের মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩৪ রানে পরাজিত হলো ইংল্যাণ্ড। টসে জিতে ইংল্যাণ্ড ফিল্ড করার সিদ্ধান্ত নেয়। মাহমুদউল্লাহর চমৎকার ৭৫ রান আর মাশরাফির ঝোড়ো ৪৪ রান বাংলাদেশকে ২৩৮ রানের স্কোর গড়ে দেয়। এরপর বাংলাদেশ ফিল্ড করতে নামলে মাশরাফি আর তাসকিনের তোপের মুখে ২০৪ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। মাশরাফি মাত্রও ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরষ্কার পান।
বিস্তারিত শুনতে প্লে বাটনে ক্লিক করুন।