অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন দ্বিতীয়


পাকিস্তানকে পেছনে ফেলে সংক্রমণের দিক থেকে বাংলাদেশ এখন দ্বিতীয়। শীর্ষে রয়েছে ভারত। তবে বাংলাদেশে শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬৫ জন।সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৬ জন।

দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাস এক জায়গায় স্থির নেই। প্রতিদিনই কোন না কোন দেশে নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৯ হাজার ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯৫৩ জন। দেশটিতে এ পর্যন্ত ৫৫ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মারা গেছেন ৪৬ জন। সবমিলিয়ে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন শনাক্ত হয়েছেন। পাকিস্তানে সর্বমোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন। দেশটিতে করোনায় ৬ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের পরে রয়েছে আফগানিস্তান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৯ জন। মোট মৃত্যু হয়েছে এক হাজার ৩৮৫ জনের।

মালদ্বীপে একদিনে ১৯৪ জনের শরীরে করোনার খোঁজ মিলেছে। শ্রীলংকায় ২৩ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে সবমিলিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।ভুটানে একদিনে তিন জন সংক্রমিত হয়েছেন। তবে কোন মৃত্যুর তথ্য নেই এ পর্যন্ত | নেপালে ২৪ ঘণ্টায় ৭০৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। সর্বমোট প্রাণহানি হয়েছে ১৩৭ জনের |

ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,

বাংলাদেশে করোনা সংক্রমণ একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। বাড়ছেও না কমছেও না। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি ভাল। তবে আত্মতুষ্টির কোন সুযোগ নেই। মন্ত্রী বলেন, নিউজিল্যান্ড, স্পেন, ইউরোপের অনেক দেশে দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। বাংলাদেশেও যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে।

please wait

No media source currently available

0:00 0:01:37 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG