করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, এখন থেকে ফি ২০০ টাকার স্থলে ১০০ টাকা নেয়া হবে। বাড়ি থেকে নমুনা সংগ্রহ করার ফিও কমানো হয়েছে। ৫০০ টাকার স্থলে এখন নেয়া হবে ৩০০ টাকা। গত ২৬শে জুন নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করে সরকার। এর আগে বিনা ফি'তে পরীক্ষা চলছিল। বেসরকারি হাসপাতালে নির্ধারিত ফি আগে যা ছিল তাই থাকছে। সাড়ে তিন হাজার টাকা দিতে হবে রোগীকে। নমুনা পরীক্ষার ফি নির্ধারণের সময় বলা হয়েছিল, বিনামূল্যে টেস্টের কারণে কোন উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এই সুযোগ নিচ্ছে। যদিও এ নিয়ে সব মহলেই ব্যপক প্রতিক্রিয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী বুধবার সাংবাদিকদের কাছে স্বীকার করেন ফি নির্ধারণের পর মানুষের আগ্রহ অনেকখানি কমে গিয়েছিল। মন্ত্রীর আশা, অনেক গরিব মানুষ এখন পরীক্ষা করাতে পারবেন। তিনি বলেন, আমরা সবসময় চাই বেশি বেশি টেস্ট হোক। সংক্রমিত ব্যক্তিরা চিহ্নিত হোক।
ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৭৮১ জন। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৭ জন। এ নিয়ে শনাক্ত হলেন দুই লাখ ৮৫ হাজার ৯১ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯১৩ জন। এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯১ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৪ টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৬৭৮ টি। শুরু থেকে এখন পর্যন্ত ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।