অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার ঢাকায় পৌঁছেছে


বাংলাদেশকে করোনা চিকিৎসা এবং এ সংক্রান্ত অন্যান্য কাজে সহযোগিতা ও পরামর্ষ দিতে চীনের ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার ঢাকায় এসে পৌঁছেছে । কর্মকর্তারা জানিয়েছেন চীনের এই চিকিৎসক দলটি আগামী ২২শে জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন এবং এই সময়ে তাঁরা করোনা বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি টেকনিক্যাল কমিটি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন । চীনের সবচেয়ে বেশি সংক্রামিত শহর উহানে কাজ করা কয়েকজন দক্ষ ও পেশাদার চিকিৎসক এই দলে রয়েছেন বলে উল্লেখ করে কর্মকর্তারা বলেন বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যুহার কিভাবে কমিয়ে আনা যায় সে লক্ষ্যে কাজ করবেন তারা। বিমান বন্দরে চীনের চিকিৎসক দলকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন এ চিকিৎসক দলের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকরা উৎসাহ পাবেন এবং রোগীরাও সাহস পাবেন। এর আগে চিকিৎসক দল পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্ট শি জিন-পিং আশ্বস্ত করেছিলেন।

এদিকে, করোনা সংকটের মধ্যে তৈরি পোশাক শিল্পের শ্রমিক ছাঁটাই ‘মরার ওপর খাঁড়ার ঘা’-এর মতো পরিস্থিতি তৈরি করবে বলে মন্তব্য করে পোশাক মালিকদের শীর্ষ সংস্থা বিজিএমইএসহ সংশ্লিষ্টদের বিষয়টির মানবিক দিক থেকে বিবেচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর বাসভবন থকে এক অনলাইন ব্রিফিং এ তিনি বিভিন্নি হাসপাতাল কর্তৃপক্ষকে করোনা ও অন্য রোগীদের সেবায় মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন এটা দুর্ভাগ্যের বিষয় যে ইতিমধ্যেই চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী লিবিয়ায় ২৬ জন বাংলাদেশীকে গুলি করে হত্যা ও মানব পাচারের দায়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে । এই অভিযোগে এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হল ।

ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।

XS
SM
MD
LG