বাংলাদেশে ভিন্ন আমেজে এবারের ঈদুল আযহা উদযাপিত হয়েছে। দেশে করোনা মহামারীর উর্ধ্বগতি আর উত্তর অঞ্চলের বন্যার কারণে পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। অনেকেই পশু কুরবানী দেননি। সাদামাটা ঈদ উদযাপনেই সীমাবদ্ধ ছিলেন তারা। অর্থনৈতিক মন্দা আর প্রতিকূল পরিস্থিতি ভালোভাবেই প্রভাব ফেলেছে কুরবানীর ঈদে।
ঢাকার যেসব মহল্লায় প্রতি বছর অসংখ্য গরু কুরবানী হতো, সেসব এলাকার চিত্র ছিল এবার ভিন্ন। অনেক বাড়ির মালিক কুরবানী না দেয়ায় তাদের মধ্যে ছিল না উৎসবের আমেজ। অনেকের ধারণা গেল বছরের তুলনায় এবার কুরবানী দেয়ার লোকের সংখ্যা অর্ধেকের কাছাকাছি। ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানেও তেমন চাপ ছিল না। আগামীতে ঈদের আমেজ ফিরুক ঘরে ঘরে ঠিক আগের রুপে, এমনটাই প্রত্যাশা সবার।