অ্যাকসেসিবিলিটি লিংক

অসহায় মানুষের ঈদ


মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ। আর ঈদকে ঘিরে সবার থাকে নানা ধরনের প্রস্তুতি।তবে ধনী-গরীব ভেদে থাকে তার রকমফের। ধনী বা মধ্যবিত্তের থাকে বিলাস বহুল আয়োজন। যারা দিন আনে দিন খায় চলুন শুনি তাদের ঈদকে নিয়ে কি ভাবনা?

মুরগী বিক্রেতা বশির সিকদার বলেন- ঈদের আগের দিন গরুর গোস্ত কিনে তাই দিয়ে আমরা ঈদ করবো।আগে বেলুন বিক্রি করতাম এখন আর বিক্রি হয় না তাই ভিক্ষা করি বলেন তারা বানু।তরকারি বিক্রেতা আবদুল কাদের বলেন- ব্যবসা করে ভাল আছি ঈদের দিন গরু বানামু।লক ডাউনের সময় ভিক্ষা করে খাইতে বাধ্য হইছি বলেন রিক্সা চালক আবদুল বারেক।কেউ আবার বলে ভিক্ষা ছাড়া উপায় কি?ভিখারি ফজিলা খাতুন বলেন- ভিক্ষা করা ছাড়া আমরা আর কি করবো।সাহায্য পাইলে খাই না পাইলে না খাইয়া থাকি বলেন ভিখারি রাজিয়া খাতুন।আবার কেউ বলছে ঈদের দিন বাড়ি বাড়ি গিয়ে যে মাংস পাবে তা রান্না করে খাবে।ছোট্ট দিতি বলে ঈদের দিন মাংস টোকামু সেই মাংস রান্না কইরা খামু।নতুন জামা নাই তাই ঈদের দিন পুরান জামাই পইরা থাকমু বলে শিশু মনি।

অসহায় মানুষের ঈদ
please wait
Embed

No media source currently available

0:00 0:02:17 0:00

XS
SM
MD
LG