বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণে আশান্বিত হয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মহাসচিবের মুখপাত্র জানান তিনি নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রণমূলক করার ব্যাবস্থা নেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। ঢাকা থেকে আমীর খসরু জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আহবান ও এ নির্বাচনের নানা দিক সম্পর্কে বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। ঢাকা থেকে আমীর খসরু তাঁর সঙ্গে কথা বলে এ প্রতিবেদনটি পাঠিয়েছেন।