২০১৪’র ৫ জানুয়ারির নির্বাচনের বার্ষিকীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস এবং বিরোধী দল বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবস পালনকে কেন্দ্র করে দু’দলই একই স্থানে একই সময়ে অর্থাৎ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠানের যে আবেদন করেছিল পুলিশ তাতে অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছে। ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, একই স্থানে পরস্পরবিরোধী সমাবেশে সংঘর্ষ সৃষ্টির আশংকা থাকায় অনুমতি দেয়া হবে না।
অনুমতি না পাওয়ায় দু’দলই বিকল্প স্থান বেছে নিয়েছে। আওয়ামী লীগ তাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে এবং বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু