অ্যাকসেসিবিলিটি লিংক

অভিনেতা বল্ডউইনের গুলিতে সেটে মহিলার মৃত্যু- পুলিশ


ফাইল ছবি// অভিনেতা আলেক বল্ডউইন জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে যোগদানরত/ ২১ সেপ্টেম্বর ২০১৫/ছবি সেথ ওয়েনিগ/এপি
ফাইল ছবি// অভিনেতা আলেক বল্ডউইন জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে যোগদানরত/ ২১ সেপ্টেম্বর ২০১৫/ছবি সেথ ওয়েনিগ/এপি

অভিনেতা আলেক বল্ডউইন প্রযোজিত ও অভিনীত একটি ওয়েস্টার্ন ছবি ধারণ করার সময় তাঁর আগ্নেয়াস্ত্রের গুলিতে একজন সিনেমাটোগ্রাফার নিহত ও ছবির পরিচালক আহত হওয়া নিশ্চিত হওয়ার পর কতৃপক্ষ তার তদন্ত শুরু করেছেনI

সান্তা ফে কাউন্টি শেরিফের কর্মকর্তারা জানান গ্রামীন চলচিত্র "রাস্ট"এর সিনেমাটোগ্রাফার, হালিয়ানা হাচিন্স এবং পরিচালক, জোয়েল সৌজা বৃহস্পতিকাল দক্ষিণাঞ্চলীয় সান্তা ফে'র মরুভুমি এলাকায় চিত্র ধরণের সময় গুলিবিদ্ধ হনI

শেরিফের দপ্তর থেকে জানানো হয় বিমানযোগে ৪২ বছর বয়সী হাচিন্সকে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো হাসপাতালে আনা হলে চিকিৎসা কর্মীরা তাঁকে মৃত বলে ঘোষণা করেনI

৪৮ বছর বয়সী পরিচালক সৌজাকে এম্বুলেন্স যোগে ক্রিস্টাস সেইন্ট ভিন্সেন্ট রিজিওনাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে আঘাতের জন্য চিকিৎসা দেয়া হচ্ছেI

এই ঘটনার পর এই চলচ্চিত্র নির্মাণ বন্ধ রাখা হয়েছেI

অভিনেতা বল্ডউইনের মুখপাত্র জানান,বন্দুকের ফাঁকা গুলি ভুল করে ছোড়ার জন্য সেটে এই দুর্ঘটনা ঘটেছিল, যদিও ধাতব গুলিটি চার্জ ছাড়া মাঝারি দূরত্বে ছুড়লে কারুর মারা যাওয়ার সম্ভাবনা ছিল নাI

দ্য সান্তা ফে নিউ মেক্সিকান পত্রিকা জানায় ৬৩ বছর বয়সী অভিনেতা বল্ডউইনকে বৃহস্পতিবার শেরিফের অফিসের বাইরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, তবে তাঁর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছেI

আন্তর্জাতিক সিনেমাটোগ্রাফারস গিল্ড নিশ্চিত করেছে যে গুরুতরভাবে গুলিবিদ্ধ হওয়া এই নারী ছিলেন, সিনেমাটোগ্রাফার, হাচিন্সI

XS
SM
MD
LG