ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি করোনা ভাইরাসের কারণে পবিত্র রমজান মাসে গণ জমায়েত পরিহার করার আবেদন জানিয়েছেনI ইমাম মাহ্দী'র জন্ম বার্ষিকীতে ভাষণে ধর্মীয় নেতা বলেন,এই রমজান মাসে আমরা গণ জমায়েত থেকে এবার বঞ্চিত হবোI
পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহেI ইরানে সব মসজিদ বন্ধ রাখা হয়ে হয়েছে এবং শুক্রবারের জুমা নামাজ বাতিল করা হয়েছেI ধর্মীয় নেতা জনগণকে সংযত থাকবার এবং প্রার্থনার প্রতি মনোযোগী হবার অনুরোধ জানানI
ইরানে সংক্রমিত হয়েছেন ৭১,৬৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৪,৪৭৪ জনেরI