কয়লা সমৃদ্ধ দেশ অস্ট্রেলিয়া মঙ্গলবার অনেক বিলম্বিত ২০৫০ নেট জিরো গ্যাস নির্গমনের লক্ষ্যমাত্রা ধার্য্য করেছে, যে পরিকল্পনা তারা যুগান্তকারী জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আগে প্রকাশ করলো। এই পরিকল্পনায় তারা কঠিন বিষয় এবং স্বল্প মেয়াদী লক্ষ্যমাত্রার কথা এড়িয়ে গেছেI
অস্ট্রেলিয়াকে জলবায়ু পরিবর্তনের বেলায় পিছিয়ে পড়া দেশ বলে ভাবা হয়, তবে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম প্রধান কয়লা ও গ্যাস রপ্তানিকারক দেশI
৮ বছরে ধরে দেশটির রক্ষণশীল সরকার গ্যাস নির্গমন কমানোর চেষ্টাকে আটকে দিয়েছে, নিয়মিতভাবে নুতন কয়লা প্রকল্প অনুমোদন করেছে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সন্দেহকে সমর্থন দিয়েছেI
অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, স্কট মরিসন মঙ্গলবার তাদের মনোভাবের পরিবর্তনের কথা ব্যক্ত করেন এবং স্বীকার করেন যে "বিশ্বে এখন পরিবর্তন ঘটছে, অস্ট্রেলিয়ার জনগণ এখন জলবায়ু পরিবর্তনের জন্য উপযুক্ত নীতি চাইছেন"I তিনি আরো বলেন, "এটাই সত্যি, এটাই ঘটতে চলেছে, আমরা এটা অনুধাবন করছি এবং এতে স্বীকৃতি জানাচ্ছি"I
কি করে অস্ট্রেলিয়া ২০৫০ সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রায় পৌঁছাবে তা এখনো অস্পষ্ট, যখন তারা এর নমুনা প্রকাশে বা কি ধরণের মডেলগ্রহণ করবে,তা প্রকাশ করতে অস্বীকার করছেনI
এই কর্মসূচিতে আগামী কয়েক দশকে স্বল্প নির্গমন প্রযুক্তি বাবদ ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে।