অ্যাকসেসিবিলিটি লিংক

ইওরোপে ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অস্ট্রিয়ায় নতুন করে লক ডাউন ঘোষণা


পুলিশ অফিসাররা অস্ট্রিয়ার ভিয়েনায় খ্রীষ্টমাস বাজারে লোকজনদের টিকা প্রাপ্তির কাগজপত্র পরীক্ষা করছেন, ২২শে নভেম্বর, ২০২১, ছবি/ লিসা লিউটনার/এপি
পুলিশ অফিসাররা অস্ট্রিয়ার ভিয়েনায় খ্রীষ্টমাস বাজারে লোকজনদের টিকা প্রাপ্তির কাগজপত্র পরীক্ষা করছেন, ২২শে নভেম্বর, ২০২১, ছবি/ লিসা লিউটনার/এপি

বড়দিনের উৎসব বা ছুটির আগে, সোমবার অস্ট্রিয়াকে তাদের দোকানপাট, রেস্তোরা ও উৎসবমুখর বাজারগুলি বন্ধ কোরে দিতে হয়, তাদেরকে ফিরে যেতে হয় কোভিড-১৯ নিষেধাজ্ঞায়, যা পশ্চিম ইউরোপ বহু মাস ধরে প্রত্যক্ষ করে নিI

তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভে শামিল হয়েছেন এবং অনেকেই সরকারকে দোষারোপ করেছেন যে, ইউরোপমুখী করোনা ভাইরাসের ঢেউ এড়াতে সরকার যথেষ্ট পদক্ষেপ নেয় নিI

সোমবার অস্ট্রিয়ার৮৯ লক্ষজনগণ ঘুম থেকে উঠে বাইরে যেতে পারবেন না ; শুধুমাত্র কাজে যেতে, অত্যাবশ্যকীয় কেনাকাটা বা ব্যায়াম করতে যেতে লোকজনকে অনুমতি দেয়া হবেI

এছাড়াও আলপাইন পর্বতের দেশটিতে পহেলা ফেব্রুয়ারী থেকে কঠোর বাধ্যতামূলক ভ্যাকসিন নির্দেশাবলী আরোপ করা হচ্ছেI ইউরোপে শুধুমাত্র ভ্যাটিকানে এ ধরণের নির্দেশাবলী রয়েছেI

ইউরোপের আরো কয়েকটি দেশে দু বছর আগে প্রথম কভিড মহামারী দেখা দেয়ার পর, পুনরায় এর বিরুদ্ধে লড়তে তারা নতুন কোরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই লক্ষ্যে অনেক ক্ষেত্রেই তারা ভ্যাকসিন নেন নি এমন লোকজনদের রেস্তোরা এবং বারে বা পানশালায় প্রবেশ নিষিদ্ধ করেছেনI

অস্ট্রিয়া আগে ভাবতো যে ভাইরাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অতীতের ঘটনা, তাই তাদের এই সিদ্ধান্ত যেন সেই প্রতিশ্রুতি ভঙ্গের শামিলI পুরো গ্রীস্মকাল ধরে সাবেক চ্যান্সেলর সেবাস্তিয়ান ঘোষণা দিয়েছিলেন, "মহামারীর অবসান হয়েছে"I

(এএফপি)

XS
SM
MD
LG