আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মুসুল্লীভর্তি একটি শিয়া মসজিদে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৩ জন মুসুল্লি প্রাণ হারান এবং ১৫০ জনের অধিক আহত হয়েছেনT তালিবান সরকারের মুখপাত্র, জাবিউল্লাহ মুজাহিদ স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন, কুন্দুজ নামের প্রাদেশিক রাজধানীতে এই হামলা চালানো হয়েছেI তবে এখনো পর্যন্ত এই মারণাত্মক হামলার দায় কেউ স্বীকার করে নিI
একজন তালিবান পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার উত্তরাঞ্চলীয় আফগানিস্তানের একটি মসজিদে বোমা হামলা চালানো হয়I দৃশ্যত শিয়া মুসলমানদের লক্ষ্য করে পরিচালিত এই বোমা হামলায় অন্তত ১০০ জন হতাহত হয়েছেনI
কর্মকর্তা, দোস্ত মোহাম্মদ ওবায়দা, যিনি কুন্দুজ প্রদেশের উপ-পুলিশ প্রধানের দায়িত্বে রয়েছেন বলেন,হামলায় বেশির ভাগ লোকই নিহত হয়েছেন।
কুন্দুজ প্রদেশের রাজধানী, কুন্দুজ সিটিতে পরিচালিত এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করে নিI তবে আফগানিস্তানের শিয়া সংখ্যালঘুদের বিরুদ্ধে ইসলামিক স্টেট জঙ্গিদের হামলার দীর্ঘ দিনের ইতিহাস রয়েছে।
আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশন টুইটার মারফত জানিয়েছে" প্রাথমিক তথ্যে জানা যায় যে মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১০০'র বেশি লোক হতাহত হয়েছেন"I
সব কিছু নিশ্চিত হলে,বহু লোকের এই মৃত্যুর সংখ্যা হবে আগস্টের শেষে যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনীর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ও তালিবানের দেশটির ক্ষমতা গ্রহণের পর, সর্বোচ্চ মৃতের সংখ্যাI তালিবানকে লক্ষ্য করে ইসলামিক স্টেট উপর্যুপরি মারণাত্মক হামলা চালিয়েছে। তারা অতর্কিত হামলা করেছে এবং রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা হামণা চালিয়েছে।
গোজার এ সায়েদ আবাদ মসজিদে সাপ্তাহিক জুমা নামাজের সময় এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়I সপ্তাহে জুমার নামাজ মুসলমানদের এক বিশেষ ধর্মীয় আচার, তাই মসজিদগুলোতে সাধারণত লোকের ভীড় থাকে। আলী রেজা নামের এক প্রত্যক্ষদর্শী, যিনি বিস্ফোরণের সময়ে নামাজে অংশ নিচ্ছিলেন, বলেন তিনি বহু হতাহত লোককে দেখতে পেয়েছেনI
ছবি ও ভিডিওতে উদ্ধারকারীদের কম্বলে মোড়া একটি দেহকে মসজিদ থেকে এম্বুলেন্সে তুলতে দেখা যায়I মসজিদের প্রবেশ পথের সিঁড়িগুলি তখন রক্তে ছেয়ে গেছেI