সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ থেকে চরমপন্থীদের নির্মূল করার শপথ ব্যাক্ত করেছেন। দামেষ্কের প্রচীন একটি মসজিদে আত্মঘাতি বোমা আক্রমণে ৪৯ জন নিহত হয়। এই ঘটনার জন্য তিনি
চরমপন্থীদের দায়ে করেছেন।
সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম, “সিরিয়ান এরাব নিউজ এজেন্সীর” এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাসার বলেন, বৃহস্পতিবারের আক্রমণে যারা নিহত হয়েছে তাদের রক্ত বৃথা যাবে না। অশুভশক্তি এবং জঙ্গীবাদের আদর্শই এর জন্য দায়ি এবং এদের সমূলে ধ্বংস করতে হবে।
সরকারপন্থী ধর্মীয় নেতা মোহাম্মদ আল বুটিসহ আরো অনেকে ঐ আক্রমনে নিহত হন। প্রেসিডেন্ট বাসার বিরোধী লড়াইএর তিনি বিরোধীদের ঘোর সমালোচক।
সিরিয়ার দ্'বছর ধরে চলতে থাকা সংঘাতে এই প্রথম কোন মসজিতে বোমা বিষ্ফোরণ ঘটলো। বিদ্রোহীদলের কিছু সদস্য ঐ বোমা আক্রমণের দায়িত্ব অস্বীকার করেছে।