রবিবার ইন্দোনেশিয়ার জরুরী টিমগুলো এয়ার এশিয়া যাত্রীবাহী জেট বিমানের ধ্বংসাবশেষ সন্ধানের কাজ অব্যাহত রেখেছে। জাভা সাগরে ৫টি বড় বস্তুর সন্ধান পায় তারা।
এক সপ্তাহ ধরে নিখোঁজ Flight 8501 বিমানে ১৬২জন আরোহী ছিল। দুর্যোপূর্ণ আবহাওয়ার কারণে সন্ধান ও উদ্ধার প্রচেষ্টা বিঘ্নিত হয়েছে। জল ঘোলাটে থাকায় ডুবুরিরা ফিরে আসতে বাধ্য হন। কর্মকর্তারা মনে করেন ডুবুরিরা ধ্বংসাবশেষের প্রধান ক্ষেত্রের খুব কাছে গিয়েছিলেন।
জাতীয় সন্ধান ও উদ্ধর সংস্থার প্রধান বামবাং সোলিস্টিও বলেন, "ডুবুরিরা পানির নিচে গেছে কিন্তু কর্দমাক্ত ঘোলাটে জলে কিছুই দেখা যাচ্ছিলোনা। একেবারে অন্ধকার। তাছাড়া বাতাস বইছিলো ৩ থেকে ৫ নট। এইরকম পরিস্থিতে সমন্বয়ক ডুবুরিদের কাজ অস্থায়ী ভাবে স্থগিত রাখেন। তার পরিবর্তে তারা দুর থেকে নিয়ন্ত্রিত ROV ব্যবহার করবে।”
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলেছেন ৩৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৯ জনের দেহ শনাক্ত করা গেছে।